Friday, April 27, 2012

Translation on Past Tense


ইংরেজি ২য় পত্র

Past Indefinite Tense
অতীত কালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল এরূপ বোঝালে Verb-এর Past Indefinite Tense হয়।
গঠন প্রণালি: Subject + মূল Verb-এর Past form
+ object.

২৮২. আঙ্গুরগুলো টক ছিল — The grapes were sour.
২৮৩. সে আমটি খেয়েছিল — He ate the mango.
২৮৪. তুমি সত্য বলেছিলে — You spoke the truth.
২৮৫. সে বলটি লাথি মেরেছিল — He kicked the ball.
২৮৬. আকবর একটি চিঠি লিখেছিল—Akbar wrote a letter.
২৮৭. তিনি বাজারে গিয়েছেন — He went to market.
২৮৮. কলমটি লাল ছিল — The pen was red.
২৮৯. ওরা দুষ্ট ছিল — They were naughty.
২৯০. আপনি এখানে এসেছিলেন — You came here.
২৯১. করিম বিশ্বস্ত ছিল — Karim was faithful.
২৯২. মিনু বুদ্ধিমতী ছিল — Minu was intelligent.
২৯৩. সে ব্যস্ত ছিল — He was busy.
২৯৪. তুমি অসুস্থ ছিলে — You were sick/ill.
২৯৫. এক যে ছিল রাজা — There was a king.
২৯৬. ফুলগুলো তাজা ছিল — The flowers were fresh.
২৯৭. আমি আজ সকালে এসেছি — I came this morning.
২৯৮. ছেলেটা বোকা ছিল — The boy was foolish.
২৯৯. আমি একটি ছাতা কিনেছিলাম — I bought an umbrella.
৩০০. আমরা সকালে রওনা হলাম — We started in the morning.
৩০১. আমি নদীতে গোসল করলাম — I took bath in the river.
৩০২. পলি চারটি আম কিনেছিল — Poly bought four mangoes.
৩০৩. তিনি গত রাতে বাড়ি গিয়েছেন — He went home last night.
৩০৪. সিংহটি খাঁচার ভেতর ছিল — The lion was in the cage.
৩০৫. শিক্ষক আমাদের উপদেশ দিয়েছিলেন — The teacher advised us.
৩০৬. আমরা সমস্যাটি সমাধান করেছিলাম — We solved the problem.
৩০৭. বালিকাটি গত সোমবার একটি চিঠি লিখেছিল — The girl wrote a letter last Monday.
৩০৮. ছেলেরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছিল — The students were present in the school.
Past Indefinite Tense
অতীত কালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল এরূপ বোঝালে Verb-এর Past Indefinite Tense হয়।
গঠন প্রণালি: Subject + মূল Verb-এর Past form
+ object.

৩০৯. আমরা লোকটিকে দেখি নাই — We did not see the man.
৩১০. তারা মাঠে যায় নাই — They did not go to field.
৩১১. আমরা ইহা জানতাম না — We did not know it.
৩১২. সে ঝগড়া করছিল না — He did not qurrell.
৩১৩. অনন্ত বেড়াতে যায়নি — Ananto did not go for a walk.
৩১৪. সে সময়মতো পৌঁছল না — He did not reach in time.
৩১৫. আমি এটা পছন্দ করলাম না — I did not like it.
৩১৬. কেউই আমাকে সাহায্য করতে আসে নাই - Nobody came to help me.
৩১৭. তোমরা অসহায় ছিলে না — You were not helpless.
৩১৮. তুমি সাহসী ছিলে না — You were not brave.
৩১৯. তারা দয়ালু ছিল না — They were not kind.
৩২০. আমরা বাইরে গেলাম না — We did not go out.
৩২১. তোমরা সময় চাইলে না — You did not want time.
৩২২. আমি সুস্থ ছিলাম না — I was not well.
৩২৩. আমরা উপস্থিত ছিলাম না — We were not present.
৩২৪. করিম গতকাল আসেনি — Karim did not come yesterday.
৩২৫. তোমরা আমাকে সাহায্য করনি — You did not help me.
৩২৬. মহিলাটি মিথ্যা কথা বললো না — The woman did not tell a lie.
৩২৭. তাহারা ক্লাসে গোলমাল করেনি — They did not make a noise in the class.
৩২৮. তারা ঘরটা তৈরি করল না — They did not make the house.
৩২৯. তুমি কি ভাত খেয়েছিলে? — Did you eat rice?
৩৩০. তুমি কি তাকে টাকা দিয়েছিলে? — Did you give him money?
৩৩১. সে কি গাভিটি বিক্রি করেছিল? — Did he sell the cow?
৩৩২. তুমি কি বইটা কিনেছিলে? — Did you buy the book?
৩৩৩. তুমি কি ঢাকা গিয়েছিলে? — Did you go to Dhaka?
৩৩৪. তারা কি ফুঠবল খেলেছিল? - Did they play football?
Translation On  Past Indefinite Tense
অতীত কালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল এরূপ বোঝালে Verb-এর Past Indefinite Tense হয়।
গঠন প্রণালি: Subject + মূল Verb-এর Past form + object.

৩৩৫. সে (স্ত্রী) কি জ্বরে ভুগেছিল? — Did she suffer from fever?
৩৩৬. বনি কি স্কুলে যায়নি?—Did not Bony go to school?
৩৩৭. তোমরা কি তাকে সাহায্য করনি? — Did you not help him?
৩৩৮. বালকটি কি পড়া শিখেনি? — Did not the boy learn lesson?
৩৩৯. আমি কি তোমাকে একটি বই দিয়েছিলাম? — Did I give you a book?
৩৪০. ড. মুহম্মদ ইউনুছ কি পেয়েছেন? — What Dr. Mohammad Younus got?
৩৪১. ফুলগুলো কি লাল ছিল না?—Were the flowers not red?
৩৪২. তিনি কি ঔষধ খেয়েছিলেন?—Did he take medicine?
৩৪৩. আপনি কি সেখানে গিয়েছিলেন?—Did you go there?
৩৪৪. সে কি আমটি খেয়েছিল?—Did he eat the mango?
৩৪৫. তাহারা কি গিয়েছিল? — Did they go?
৩৪৬. তুমি কি তাকে টাকা দিয়েছিলে? — Did you give him money?
৩৪৭. আঙ্গুরগুলো টক ছিল — The grapes were sour.
6. Past Continuous Tense
অতীত কালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে Verb-এর Past Continuous Tense হয়।
গঠন প্রণালি : Subject + was/were + মূল Verb + ing + object.
৩৪৮. আমি একটি গান গাইছিলাম—I was singing a song.
৩৪৯. চাঁদ কিরণ দিতেছিল — The moon was shining.
৩৫০. তুমি ইংরেজি শিখছিলে—You were learning English.
৩৫১. সে নাচিতেছিল না — She was not dancing.
৩৫২. আমরা রেডিও শুনছিলাম — We were listening to the radio.
৩৫৩. সে একটি রচনা লিখছিল—He was writing an easy.
৩৫৪. ছেলেগুলো গোলমাল করছিল — The boys were making a noise.
সিনিয়র ইংরেজি শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা

Translation Tense on Past Continuous Tense
অতীত কালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে Verb-এর Past Continuous Tense হয়।
গঠন প্রণালি : Subject + was/were + মূল Verb + ing + object.
৩৫৫. কবির গাড়ি চালাচ্ছিল — Kabir was driving.
৩৫৬. তারা পরস্পর কলহ করছিল—They were quarreling with one another.
৩৫৭. আমি ভাত খাচ্ছিলাম — I was eating rice.
৩৫৮. তুমি দুধ পান করছিলে — You were drinking milk.
৩৫৯. আমরা স্কুলে যাচ্ছিলাম — We were going to school.
৩৬০. ছেলেটি হাঁটছিল — The boy was walking.
৩৬১. মেয়েটি কোরআন পড়ছিল —The girl was reading the Quran.
৩৬২. বাবা মসজিদে যাচ্ছিলেন — Father was going to Mosque.
৩৬৩. দাদিমা গল্প বলছিল — Grandmother was telling a story.
৩৬৪. মা রান্না করিতেছিল — Mother was cooking.
৩৬৫. সে ইংরেজি পড়ছিল — He was reading English.
৩৬৬. আমি একটি কলম কিনছিলাম — I was buying a pen.
৩৬৭. ছাগলটি দৌড়াইতেছিল — The goat was running.
৩৬৮. পলি একটা ছবি আঁকছিল — Poly was drawing a picture.
৩৬৯. বালকগুলো মাঠে দৌড়াদৌড়ি করছিল — The boys were running in the field.
৩৭০. নিপু নদীতে সাঁতার কাটছিল—Nipu was swimming in the river.
৩৭১. আমি তখন ঘুমুচ্ছিলাম — I was sleeping at that time.
৩৭২. তুমি ক্রিকেট খেলছিলে — You were playing cricket.
৩৭৩. গরুটি ঘাস খাইতেছিল — The cow was eating grass.
৩৭৪. আব্বা খবরের কাগজ পড়ছিলেন — Father was reading the newspaper.
৩৭৫. রহিম ও করিম হাঁটিতেছিল—Rahim and Karim were walking.
৩৭৬. তুমি কি নদীতে গোসল করছিলে?—Were you bathing in the river?
৩৭৭. আমি কি ভাত খাচ্ছিলাম? — Was I eating rice?
৩৭৮. রোহান কি পড়ছিল? — Was Ruhan reading?
৩৭৯. আমরা কি টেলিভিশন দেখছিলাম?—Were we watching television?
৩৮০. তোমরা কি গোলমাল করছিলে? — Were you making a noise?
৩৮১. সে কি স্কুলে যাচ্ছিল? — Was he going to school?
৩৮২. রহিম কি বাজারে যাচ্ছিল? — Was Rahim going to market?
৩৮৩. তুমি তখন কী করছিলে?— What were you doing at that time?
Translation  on Past Continuous Tense
অতীত কালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে Verb-এর Past Continuous Tense হয়।
গঠন প্রণালি : Subject + was/were + মূল Verb + ing + object.
৩৮৪. তুমি কি নদীতে গোসল করছিলে?—Were you bathing in the river?
৩৮৫. তাহারা কি মাঠে খেলছিল? — Were they playing in the field?
৩৮৬. আব্বা কি খবরের কাগজ পড়ছিলেন? — Was father reading the newspaper?
৩৮৭. ছাত্ররা গোলমাল করছিল না— The students were not making a noise.
৩৮৮. আমি ঘুমাচ্ছিলাম না — I was not sleeping.
৩৮৯. সে (স্ত্রী) ভাত রান্না করছিল না — She was not cooking rice.
৩৯০. জেলেরা মাছ ধরছিল না— The fishermen were not catching fish.
৩৯১. পলাশ চিঠি লিখছিল না — Palash was not writing a letter.
৩৯২. আমরা হাসছিলাম না — We were not laughing.
৩৯৩. তারা মাছ ধরছিল না — They were not catching fish.
৩৯৪. তারা কলহ করছিল না—They were not quarrelling.
৩৯৫. আমরা পড়া শিখছিলাম না — We were not learning lesson.
৩৯৬. আমি কাজটি করছিলাম না — I was not doing the work.
৩৯৭. তোমরা অংক করছিলে না—You were not doing sum.
৩৯৮. সে চা পান করছিল না —He was not drinking tea.
৩৯৯. তাহারা মাঠে খেলছিল না— They were not playing in the field.
৪০০. আমি রোদে দৌড়াচ্ছিলাম না — I was not running in the sun.
৪০১. আমরা কি তোমার জন্য অপেক্ষা করছিলাম না? — Were we not waiting for you?
৪০২. শামীম কি ফুটবল খেলছিল না?— Was Shamim not playing football?
৪০৩. সে (স্ত্রী) কি গান করছিল না?—Was she not singing?
Translation  on Past Continuous Tense
অতীত কালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে Verb-এর Past Continuous Tense হয়।
গঠন প্রণালি : Subject + was/were + মূল Verb + ing + object.
৪০৪. মা কি রান্না করছিল না? - Was not mother cooking?
৪০৫. কুকুরটি কি ঘেউ ঘেউ করছিল না?—Was not the dog barking? 7. Past Perfect Tense
অতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটির Verb-এর Past Perfect Tense হয় এবং পরে সংঘটিত কাজটির Verb-এর Past Indefinite Tense হয়।
গঠন প্রণালি : Subject + had + মূল Verb-এর Past Participle + object.
৪০৬. ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল — The patient had died before the doctor came.
৪০৭. ডাক্তার আসার পর রোগীটি মারা গেল — The patient died after the doctor had come.
৪০৮. আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেন ছেড়ে দিল — The train had left before we reached the station.
৪০৯. আমরা স্টেশনে পৌছাবার পর ট্রন ছেড়ে দিল — The train left after we had reached the station.
৪১০. সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমরা বাড়ি পৌঁছালাম — We had reached home before the sun set.
৪১১. সূর্য অস্ত যাওয়ার পর আমরা বাড়ি পৌঁছালাম — We reached home after the sun had set.
৪১২. বৃষ্টি থামবার পর আমরা সেখানে পৌঁছালাম —We had reached there before the rain stopped.
৪১৩. বৃষ্টি শুরু পূর্বে আমরা সেখানে পৌঁছালাম - We had reached there before the rain started.
৪১৪. সূর্য ওঠার আগে আমি ঘুম থেকে উঠেছিলাম — I had got up before the sun rose.
৪১৫. সূর্য উঠার পর আমি ঘুম থেকে উঠলাম — I got up from sleep after the sun had rose.
৪১৬. ভোর হওয়ার পূর্বে বৃদ্ধা মহিলাটি মারা গেল — The old woman had died before it was down.
৪১৭. ভোর হওয়ার পূর্বে আমরা রওনা হয়েছিলাম — He had started before it was down.
Translation on  Past Perfect Tense
অতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটির Verb-এর Past Perfect Tense হয় এবং পরে সংঘটিত কাজটির Verb-এর Past Indefinite Tense হয়।
গঠন প্রণালি : Subject + had + মূল Verb-এর Past Participle + object.
৪১৮. তার চিঠি পাবার পর আমি রওনা হলাম — I started after I had received his letter.
৪১৯. তার চিঠি পাবার পূর্বে আমি রওনা হলাম — I had started before I got his letter.
৪২০. সে চলে যাবার আগে আমি এসেছিলাম — I had come before he left.
৪২১. আমি স্কুলে যাবার পূর্বে পড়া শিখেছিলাম - I had learnt lesson before I went to school.
৪২২. আমি যাবার পর তুমি এসেছিলে — You came after I had left.
৪২৩. বৃষ্টি থামার পূর্বে আমরা পৌঁছলাম - We had reached there before the rain stopped.
৪২৪. গাড়ি ছাড়ার পর আমরা স্টেশনে পৌঁছলাম - We reached the station after the train had started.
৪২৫. সূর্য অস্ত যাবার পর তারা এখানে পৌঁছেছিল - The sun had set before they reached here.
Translation on Past Perfect Continuous Tense
অতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত
কাজটি কিছু সময় যাবত চলছিল এরূপ বোঝালে Verb-এর Past Perfect Continuous Tense হয়।

গঠন প্রণালি: Subject + had been + মূল Verb + ing + object.
৪২৬. তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল — It had been raining for three days.
৪২৭. এক সপ্তাহ ধরে তারা কাজটি করিতেছিল — They had been doing the work for a week.
৪২৮. এক সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছিলেন — He had been suffering from fever for a week.
Translation on  Past Perfect Continuous Tense
অতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি কিছু সময় যাবত চলছিল এরূপ বোঝালে Verb-এর Past Perfect Continuous Tense হয়।

গঠন প্রণালি: Subject + had been + মূল Verb + ing + object.
৪২৯. তুমি আসার পূর্বে আমি অংক করছিলাম — I had been doing sums before you came.
৪৩০. রোহিত ও রোহান পাঁচ বছর ধরে এ স্কুলে পড়ছিল — Ruhit and Ruhan had been reading in this school for five years.
৪৩১. সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম — I had been walking before the sunset.
৪৩২. ট্রেন আসার পূর্বে তারা ঝগড়া করছিল — They had been quarreling before the train arrived.
৪৩৩. ঘুমাবার আগে তিনি একটা বই পড়িতেছিলেন — He had been reading a book before he slept.
৪৩৪. সূর্য ডুবার আগে তারা একঘণ্টা ধরে ফুটবল খেলছিল — They had been playing football for an hour before the sunset.
৪৩৫. ক্লাস শুরু হবার আগে ছেলেরা গোলমাল করছিল — The boys had been making a noise before the class began.
9. Future Indefinite Tense
ভবিষ্যৎ কালে কোনো কাজ সাধারণভাবে সংঘটিত হবে এরূপ বোঝালে Verb-এর Future Indefinite Tense হয়।
গঠন প্রণালি: Subject + shall/will + মূল Verb + object.
436. সে একটি বই কিনবে — He will buy a book.
৪৩৭. তুমি বইটি পড়বে—You will read the book.
৪৩৮. আল্লাহ আমাদের সাহায্য করবেন — Allah will help us.
৪৩৯. আমরা ক্রিকেট খেলব — We shall play cricket.
৪৪০. মা ভাত রান্না করবেন — Mother will cook rice.
৪৪১. তারা তোমাকে স্মরণ করবে — They will remember you.

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...