Monday, April 30, 2012

Suggestion: Civics for HSC Exam

পৌরনীতি- প্রথম পত্র


রচনামূলক প্রশ্ন :
১। পৌরনীতির সংজ্ঞা দাও। পৌরনীতির পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা কর।
২। পৌরনীতির সাথে ইতিহাস ও অর্থনীতির সম্পর্ক আলোচনা কর।
৩। পরিবার সম্পর্কে তোমার ধারণা কি? পরিবারের কার্যাবলী আলোচনা কর।
৪। পরিবশে কি? মানব জীবনে পরিবেশের প্রভাব আলোচনা কর।
৫। সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তন এর কারণগুলো বর্ণনা কর।
৬। সামাজিক মূল্যবোধ কি? মূল্যবোধের ওপর সামাজিক পরিবর্তনের প্রভাব আলোচনা কর।
৭। জাতীয়তার সংজ্ঞা দাও। জাতীয়তা গঠনে বিভিন্ন উপাদানসমূহ আলোচনা কর।
৮। জাতি কি? জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
৯। রাষ্ট্রের সংজ্ঞা দাও। রাষ্ট্র গঠনের উপাদানগুলো আলোচনা কর।
১০। রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১১। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদটি বর্ণনা কর।
১২। কল্যাণ রাষ্ট্র কি? কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৩। সার্বভৌমত্ব কাকে বলে? অস্টিনের সার্বভৌম তত্ত্বটি বিশ্লেষণ কর।
১৪। আইনের সংজ্ঞা দাও। আইনের উৎসসমূহ কি কি?
১৫। নাগরিকতা অর্জনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা কর।
১৬। নাগরিকের সংজ্ঞা দাও। একজন সুনাগরিকের গুণাবলী আলোচনা কর।
১৭। রাষ্ট্রপতি শাসিত সরকার কী? এর দোষ-গুণ আলোচনা কর।
১৮। আইন সভা কি? আধুনিক রাষ্ট্রের আইন সভার কার্যাবলী আলোচনা কর।
১৯। শাসন বিভাগ বলতে কি বুঝ? শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণ আলোচনা কর।
২০। আধুনিক রাষ্ট্রের বিচার বিভাগের কার্যাবলী আলোচনা কর।
২১। বিচার বিভাগের স্বাধনিতা কি? এটি রক্ষার উপায়গুলো বর্ণনা কর।
২২। বিকেন্দ্রীকরণ কি? বিকেন্দ্রীকরণ এর দোষ-গুণ/সুবিধা-অসুবিধা আলোচনা কর।
২৩। সংবিধান কি? দূস্পরিবর্তনীয় সংবিধানের দোষ-গুণ আলোচনা কর।
২৪। একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২৫। নির্বাচক ম-লী কি? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্ব আলোচনা কর।
২৬। রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। রাজনৈতিক দলের গুরুত্ব বা ভ’মিকা আলোচনা কর।
২৭। আমলাতন্ত্র কি? এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

সংক্ষিপ্ত প্রশ্ন :
১। পৌরনীতি ও ইতিহাসের সম্পর্ক কি?
২। যৌথ পরিবার বলতে কি বুঝ?
৩। পরিবার সমাজ জীবনের শাশ্বত বিদ্যালয়Ñব্যাখ্যা কর।
৪। মাুনষ সমাজে বসবাস করে কেন?/মানুষকে সামাজিক জীব বলা হয় কেন।
৫। শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তিÑ ব্যাখ্যা কর।
৬। টমাস হবসের প্রকৃতির রাজ্যের বর্ণনা দাও।
৭। নৈরাজ্যবাদ কি?
৮। ব্যক্তিস্বাতন্ত্রবাদ কি?
৯। পুঁজিবাদ/পুঁজিবাদী রাষ্ট্র কি?
১০। আইনের শাসন ব্যবস্থা কি?
১১। তুমি কি আইন মেনে চল?
১২। দ্বি-নাগরিকত্ব কি?
১৩। অধিকারের সংজ্ঞা দাও।
১৪। নাগরিকের রাজনৈতিক অধিকার কি কি?
১৫। মানবাধিকার কি?
১৬। গণতন্ত্র ও একনায়কতন্ত্রের সংজ্ঞা দাও।
১৭। যুক্তরাষ্ট্রয় সরকার কাকে বলে?যুক্তরাষ্ট্র বলতে কি বুঝ?
১৮। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে কি বুঝ?
১৯। আইনসভার নির্বাচনমূলক কাজ কি?
২০। বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব কি?
২১। হস্তান্তরিত আইন বলতে কি বুঝ?
২২। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি?
২৩। বিকেন্দ্রীকরণ কি?
২৪। লিখিত সংবিধান ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
২৫। দুস্পরিবর্তনীয় সংবিধান কি?
২৬। সার্বজনীন প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার বলতে কি বুঝ?
২৭। প্রত্যক্ষ ও পরোক্ষ নির্বাচন বলতে কি বুঝ?
২৮। নির্বাচন কমিশন বলতে কি বুঝ?
২৯। রাজনৈতিক দল ও উপদলের মধ্যে পার্থক্য কি?
৩০। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা দাও।
৩১। জনমত কি?
৩২। রাজনৈতিক সংস্কৃতি কি?
৩৩। আমলাতন্ত্রের সংজ্ঞা দাও।
৩৪। লালফিতার দৌরাত্ম্য কি?
৩৫। নেতৃত্ব কি?
৩৬। নেতার আবশ্যকীয় গুণাবলি কি কি?
দ্বিতীয় পত্র

রচনামূলক প্রশ্ন :
১। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে এর শাসন প্রতিষ্ঠা করেছিল?
২। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে শহীদ তিতুমীরের অবদান আলোচনা কর।
৩। বাংলার রাজনীতিতে নওয়াব স্যার সলিমুল্লাহর ভূমিকা কি?
৪। বাংলাদেশের শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে এ.কে. ফজলুল হকের অবদান আলোচনা কর।
৫। এ.কে. ফজলুল হকের অর্থনৈতিক অবদান আলোচনা কর।
৬। ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার কারণ ও উদ্দেশ্য আলোচনা কর।
৭। খিলাফত আন্দোলন কেন হয়েছিল?
৮। ১৯৩৫ সালের ভারত শাসন আইন এর প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
৯। প্রাদেশিক স্বায়ত্ব শাসন কি? ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্ব শাসন এর কার্যকারিতা আলোচনা কর।
১০। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের মূলধারাসমূহ কি ছিল? এ প্রস্তাবের গুরুত্ব ও রাজনেতিক তাৎপর্য আলোচনা কর।
১১। ১৯৪৬ সালের কেবিনেট মিশন পরিকল্পনা সম্পর্কে কি জান? এর ব্যর্থতার কারণগুলো আলোচনা কর।
১২। আমাদের জাতীয়তাবাদ উন্মেষে ভাষা আন্দোলনের তাৎপর্য আলোচনা কর।
১৩। ১৯৫৬ সালের পাকিস্তান সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
১৪। ১৯৬৬ সালের ছয় দফার উল্লেখসহ এর গুরুত্ব ও তাৎপর্য আলোচনা কর।
১৫। ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল ও গুরুত্ব আলোচনা কর।
১৬। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণসমূহ আলোচনা কর।
১৭। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ ও চূড়ান্ত বিজয় সম্পর্কে আলোচনা কর।
১৮। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
১৯। বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলোর তাৎপর্য কি? এর মূলনীতিগুলো সম্পর্কে আলোচনা কর।
২০। বাংলাদেশের সংবিধান প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।
২১। সংসদের স্পীকার সম্পর্কে যা জান লিখ।
২২। বাংলাদেশ সুপ্রীমকোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।
২৩। বাংলাদেশ কর্মকমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।
২৪। ইউনিয়ন পরিষদ গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।
২৫। বাংলাদেশের রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
২৬। জাতীয় প্রতিরক্ষায় নাগরিকের কি ভূমিকা পালন করা উচিত?
২৭। বাংলাদেশের রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা আলোচনা কর।
২৮। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

সংক্ষিপ্ত প্রশ্ন
১। ফরায়েজী আন্দোলনের লক্ষ্য কি ছিল?
২। বারাসাত বিদ্রোহ কি?
৩। শিক্ষা বিস্তারের ক্ষেত্রে নওয়াব আব্দুল লতিফের অবদান কি?
৪। গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ সোহরাওয়ার্দীর অবদানগুলো আলোচনা কর।
৫। মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য কি ছিল?
৬। বঙ্গভঙ্গ কেন রদ করা হয়েছিল?
৭। লক্ষেèৗ চুক্তি কি?
৮। দ্বৈত শাসন কাকে বলে?
৯। খিলাফত আন্দোলন কি? এবং এর কারণসমূহ কি কি?
১০। সাম্প্রদায়িক রোয়েদাদ কি?
১১। বেঙ্গলপ্যাক্ট কি?
১২। ১৯৪০ সালের লাহোর প্রস্তাব কি?
১৩। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের মূল উদ্দেশ্য কি ছিল?
১৪। ক্রিপস মিশন কি?
১৫। বাংলাদেশী জাতীয়তাবাদ বলতে কি বুঝ?
১৬। ভাষা আন্দোলন সম্পর্কে কি জান?
১৭। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনের গুরুত্ব কি?
১৮। ১৯৫৪ সালের পূর্ববাংলার প্রাদেশিক নির্বাচনের ফলাফল কি?
১৯। ১৯৫৮ সালের পাকিস্তানে সামরিক আইন জারির ২টি কারণ উল্লেখ কর।
২০। মৌলিক গণতন্ত্র কি?
২১। আমাদের জাতীয় জীবনে ১৬ ডিসেম্বরের তাৎপর্য বর্ণনা কর।
২২। মৌলিক অধিকারের গুরুত্ব কি?
২৩। মৌলিক অধিকার রক্ষায় সাংবিধানিক উপায়গুলো লেখ।
২৪। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়?
২৫। বাংলাদেশের রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি উল্লেখ কর।
২৬। জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা সম্বন্ধে লিখ।
২৭। অর্থবিল কি?
২৮। অধ্যাদেশ কি?
২৯। বাংলাদেশ সুপ্রীমকোর্টের বিচারক পদের যোগ্যতা কি?
৩০। এ্যাটর্নি জেনারেল সম্বন্ধে কি জান?
৩১। বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী ও সচিবের সম্পর্ক কি?
৩২। স্থানীয় স্বায়ত্বশাসন কি?
৩৩। স্থানীয় শাসন ও স্থানীয় স্বায়ত্তশাসনের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৩৪। পৌরসভার গঠন আলোচনা কর।
৩৫। বহুদলীয় ব্যবস্থা কি?
৩৬। রাজনৈতিক জোট বলতে কি বুঝ?
৩৭। জাতীয় প্রতিরক্ষা বলতে কি বুঝ?
৩৮। দেশ রক্ষায় নাগরিকের কর্তব্য কি?
৩৯। বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনীর গুরুত্ব আলোচনা কর।
৪০। নির্বাচন কমিশনের গঠন সম্বন্ধে কি জান?
৪১। জোট নিরপেক্ষ আন্দোলন কি?
৪২। জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা আলোচনা কর।
৪৩। সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য কি কি?
 

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...