Monday, April 30, 2012

Model Test:Eng-2nd Paper for HSC Exam

 প্রশ্নের ধারা ও মান বণ্টন  ১ম অংশ
প্রিয় শিক্ষার্থীরা, আজ NCTB প্রণীত ইংরেজি ২য় পত্রের প্রশ্নের ধরন ও মানবণ্টন নিয়ে আলোচনা করা হলো।
ইংরেজি ২য় পত্রের পাঠ্যক্রমে দুটি অংশ রয়েছে। যথা: PART-A : Grammar (Marks : 40) এবং PART—B : Composition (Marks : 60)
PART—A: Grammar (Marks : 40)
পরীক্ষায় গ্রামার অংশের ১০টি আইটেম থেকে যেকোনো ৮টি প্রশ্ন দেওয়া থাকবে। ৮টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। কোনোটারই বিকল্প প্রশ্ন থাকবে না। প্রতিটি প্রশ্নের মান ৫।
Ques. No. 1 (Using right form of verbs): এ ক্ষেত্রে clueসহ বা clue ছাড়া ৫টি শূন্যস্থান সংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। Number, person ও tense অনুযায়ী verb-এর সঠিক রূপ ব্যবহার করে passageটি পূরণ করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।
Ques. No. 2 (Using appropriate preposition):
এ ক্ষেত্রে clueসহ বা clue ছাড়া ৫টি শূন্যস্থান সংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। উপযুক্ত preposition ব্যবহার করে passageটি পূরণ করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।
Ques. No. 3 (Using articles where necessary):
এ ক্ষেত্রে ১০টি শূন্যস্থান সংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। যেখানে প্রয়োজন সেখানে article (a, an, the) ব্যবহার করতে বলা হবে। এমন কিছু শূন্যস্থান অবশ্যই দেওয়া থাকবে যেখানে কোনো article ব্যবহারের প্রয়োজন নেই। সে ক্ষেত্রে – চিহ্ন বসাতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।
Ques. No. 4 (Using linking words): এ ক্ষেত্রে clueসহ বা clue ছাড়া ৫টি শূন্যস্থান সংবলিত একটি ছোট passage দেওয়া থাকবে। উপযুক্ত linking word ব্যবহার করে passageটি পূরণ করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।
Ques. No. 5 (Phrase and Idioms): এ ক্ষেত্রে ৫টির অধিক phrase and idioms দেওয়া থাকবে। যেকোনো ৫টি phrase and idioms দিয়ে ৫টি sentence তৈরি করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।
Ques. No. 6 (Changing the form of speech): এ ক্ষেত্রে direct speech-এর একটি ছোট passage দেওয়া থাকবে। এটিকে indirect speech-এ পরিণত করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।
Composition (Marks : 60)
PART—A: Grammar (Marks : 40)
Ques. No. 7 (Transformation of sentences): এ ক্ষেত্রে একটি ছোট passage দেওয়া থাকবে এবং Passage-এর অন্তর্ভুক্ত ৫টি sentence-এর নিচে দাগ টানা থাকবে। প্রত্যেকটি sentence-এর ডান পাশে বন্ধনীর ভেতর নির্দেশ দেওয়া থাকবে। নির্দেশ অনুসারে sentenceগুলোকে পরিবর্তন করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।
Ques. No. 8 (Making tag questions): এ ক্ষেত্রে উপযুক্ত Tag question দিয়ে ৫টি শূন্যস্থান পূরণ করতে হবে। এ অংশটি Dialogue বা Isolated sentence আকারে দেওয়া থাকবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।
Ques. No. 9 (Completing sentences): এ ক্ষেত্রে ৫টি Incomplete sentence দেওয়া থাকবে। উপযুক্ত শব্দগুচ্ছ দিয়ে sentenceগুলোকে পূরণ করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।
Ques. No. 10 (Cloze tests): এ ক্ষেত্রে clueসহ বা clue ছাড়া ১০টি শূন্যস্থান সংবলিত একটি ছোট Passage দেওয়া থাকবে। Number, Person ও Tense অনুযায়ী এবং Parts of speech ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ৫।
PART—B : Composition (Marks : 60)
Ques. No. 11 (Writing reports/ paragraph): পরীক্ষায় Report Writing বা Paragraph Writing-এর যেকোনো একটির ওপর প্রশ্ন থাকবে। বিকল্প কোনো প্রশ্ন থাকবে না। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ১০।
Ques. No. 12 (Short composition): এ ক্ষেত্রে ছাত্রছাত্রীদের নিজেদের সম্পর্কে অথবা কোনো বিয়য়, কোনো বস্তু, কোনো স্থান বা ঘটনা সম্পর্কে একটি Short composition লিখতে বলা হবে। গতানুগতিক বিষয়গুলো পরিহার করে Short composition লিখতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ১৫।
Ques. No. 13 (Writing formal/informal letter): পরীক্ষায় Formal letter /Informal letter-এর যেকোনো একটি লিখতে বলা হবে। কোনো প্রশ্নের বিকল্প থাকবে না। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ১০।
Ques. No. 14 (Writing dialogue/summary): এ ক্ষেত্রে প্রদত্ত Situation-এর ওপর একটি Dialogue লিখতে বলা হবে। Dialogue-এর বিষয়টি অবশ্যই ছাত্রছাত্রীদের জীবন ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে। Dialogue writing-এর বিকল্প প্রশ্ন হিসেবে Summary writing হতে পারে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ১০।
Ques. No. 15 (Completing a story/an imaginary situation): এ ক্ষেত্রে কোনো Story বা কাল্পনিক কাহিনির কয়েক লাইন প্রথমে দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের তাদের নিজস্ব কল্পনাশক্তি দিয়ে এটিকে সম্পূর্ণ করতে হবে। এ প্রশ্নটির জন্য নম্বর থাকবে ১৫। 1. Complete the passage with suitable verbs from the list : 1�5=5
Patriotism is a noble virtue. It (a)__ a man to do everything just and fair for his country and people. Actually it
(b)__ those qualities which make a person
(c)__ his/her life for the well being of his country. Patriotic zeal
(d)__ a person dutiful, energetic and enthusiastic. On the other hand, those devoid of patriotic zeal
(e) __ any scruple to plot against the country.

2. Fill in the gaps with appropriate preposition from the list : 1�5=5
Smoking is detrimental
(a)__ health. In other words it can be said that it is not beneficial
(b) __ health. So everyone should be bent
(c)__ giving up smoking. A smoker is subject
(d)__ various fatal diseases. So he should be determined
(e)__ giving up smoking.

3. Use articles where necessary. Put a cross (�) where an article is not necessary. 1/2�10=5
The Chinese put (a)__ lot of emphasis on (b)__ unity of the family. In the cities, the parks often (c)__ crowded with families spending their free time together. There are (d)__ lots of nice, clean parks for people to spend their free time. Sometimes musicians and (e)__ acrobats perform in (f)__ open air to entertain people who are present there. In (g)__ evening, many families spend their free time watching (h)__ television. (i)__ Japanese love to take part in sports in their free time. Baseball, golf and martial arts such as (j) __ judo and karate are especially popular with men.

4. Make meaningful sentences with the following idioms. (any five)
1�5=5
Skim through; on the sly; ups and downs; nip in the bud; take after; far and wide; on the whole.

5. Change the form of speech of the following passage. 5
�I came here yesterday from my village,� he said. �Why did you come?� I asked. �My mother sent me to you with this letter.� �How is your mother?� �I have not seen her for a long time. I hope she is quite well.�

6. Read the following passage and transform the underlined sentences as directed in the brackets. 1�5=5
(a) No other country in the world is as populous as Bangladesh. (Comparative) (b) People who live in the village are farmers. (Simple) (c) The farmers are not rich. (Affirmative) (d) The farmers work hard to support themselves. (Complex) (e)They should be taken care of. (Active)

7. Complete the following sentences. 1�5=5
(a) The mountain is so high that__.
(b) He walks fast so that I cannot__ .
(c) They are too poor__.
(d) I studied hard lest__.
(e) Trees supply Oxygen which__.

8. Fill in the blanks with tag questions. 1�5=5
(a) Nothing is certain, __?
(b) Nila knows you better, __?
(c) Let�s have a discussion, __?
(d) He seldom comes here, __?
(e) You are right, __?

B Composition : 60 Marks
9. Suppose you are an inhabitant of Dhamondi area. Write a report on Traffic Jam in your locality. 10
10. Write a short composition on Population Problem in Bangladesh 15
11. Write an application to the Principal of your college seeking permission for celebrating Rabindranath�s 150th birth anniversary. 10
12. Write a dialogue between two friends on the causes of failure in English and solution to the problem. 10
13. Complete the following story following the clues. 15
One day a grocer borrowed a balance and weights ...

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...