Sunday, April 29, 2012

How to get A+ in English at JSC Exam of Bangladesh

ইংরেজি বিষয়ে এ+ পাওয়ার জন্য দুই পত্রেই সমান গুরুত্ব দিতে হবে



জে.এস.সি পরীক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। এ বিষয়ে এ+ পাওয়ার জন্য আমি তোমাদের পর্যাপ্ত জানার ও অনুশীলনের সুযোগ করে দেব। একই সাথে পরামর্শ তো থাকবেই। তোমাদের ইংরেজি প্রথমপত্র ও ইংরেজি দ্বিতীয়পত্রে ১০০ নম্বর করে মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। দুই পত্র মিলে মোট ১৬০ নম্বর পেলেই এ+। আর এ বিষয়ে এ+ পাওয়ার জন্য দরকার নিয়মিত অধ্যয়ন এবং একজন গাইড টিচারের সঠিক দিক নির্দেশনা। গাইড টিচার হিসেবে আমি তোমাদের সাথেই আছি। ইংরেজি বিষয়ে এ+ পাওয়ার জন্য দুই পত্রেই সমান গুরুত্ব দিতে হবে। তবে বৈশিষ্ট্যগত কারণে ইংরেজি প্রথমপত্র তোমাদেরকে বেশি নম্বর পেতে সাহায্য করবে। আজ আমি ইংরেজি প্রথমপত্রের সিলেবাস, প্রশ্নের ধরন ও মানবণ্টন নিয়ে আলোচনা করছি।
ইংরেজি প্রথমপত্রের ১০০ নম্বরের মধ্যে ৯০ নম্বরের প্রশ্ন হবে NCTB কর্তৃক প্রকাশিত English For Today বই থেকে। বাকি ১০ নম্বরের প্রশ্ন হবে বইয়ের বাইরে থেকে। অতএব English For Today বইটি ভালভাবে অধ্যয়নের গুরুত্ব অনেক বেশি। ১০০ নম্বরের প্রশ্নটি তিনটি অংশে বিভক্ত থাকবে।
Part-A
(Seen Comprehension)- marks : 40
এ অংশে English for Today বই থেকে একটি Passage দেয়া থাকবে এবং Passage কেন্দ্রিক ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। এ অংশে নিচের ৯টি আইটেম থেকে ৮টি আইটেম পরীক্ষায় থাকবে। প্রতিটি আইটেমের মান ৫। ৮টি আইটেমে মোট ৪০ নম্বর। আইটেমগুলো হল:
1) True/False (5 out of 5) -প্রতিটির মান ১ করে।
2) Multiple choice Questions (M.C.Q.) (5 out of 5)- প্রতিটির মান ১ করে।
3) Filling in the blanks with clues (10 out of 10)- প্রতিটির মান ০.৫ করে।
4) Open Ended Questions (5 out of 5)- প্রতিটির মান ১ করে।
5) Word Meaning (putting the given words not to their meanings) (10 out of 10)- প্রতিটির মান ০.৫ করে।
6) Filling in the blanks without clues (10 out of 10)- প্রতিটির মান ০.৫ করে।
7) Information Transfer/writing paragraph based on the given passage (এ অংশে মান ৫)
8) Summarizing- (এ অংশে মান ৫)
9) Dialogue writing based on the given passage- (এ অংশে মান ৫)

Part-B (Vocabulary and Grammar) - Marks : 20
 এ অংশে দু’টি প্রশ্ন থাকবে। ২টি প্রশ্নের মান ১০ করে মোট ২০। প্রশ্ন ২টি হল:
1) Cloze Test with Clues (English For Today  বই থেকে থাকবে)
(১০টি শূন্যস্থান থাকবে। প্রতিটির মান ১ করে মোট ১০ নম্বর)
2) Cloze Test Without Clues  (English For Today  বই থেকে থাকবে)
(১০টি শূন্যস্থান থাকবে। প্রতিটির মান ১ করে মোট ১০ নম্বর)

Part-C (Writing Test)
Marks : 40

1) Making Sentences from Substitution table (English For Today  বই থেকে থাকবে) (১০টি বাক্যে প্রতিটি ১ নম্বর করে মোট ১০ নম্বর)
2) Re-arranging Sentences according to sequence in a passage.
(English For Today  বই থেকে থাকবে)  সাজাতে পারলে ১০ বাক্যে ১০ নম্বর)
3) Writing an informal letter (Guided) (1 out of 2)- এ অংশে পত্র দুটোই English For Today বইয়ের বাইরে থেকে থাকবে। মান ১০।
4) Paragraph (1 out of 2) English For Today বই থেকে থাকবে। মান ১০।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...